ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

২৪০০ বছরের পুরোনো জাহাজ অক্ষত অবস্থায় উদ্ধার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ২৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৮:৫৮, ২৫ অক্টোবর ২০১৮

প্রাচীন গ্রীসের একটি বাণিজ্যিক জাহাজ বুলগেরিয়ান উপকূলে কৃষ্ণ সাগরে নীচে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। গবেষকরা এটিকে বিশ্বের প্রাচীনতম জাহাজ হিসাবে অভিহিত করেছেন। তাদের মতে এটি ২ হাজার ৪০০ বছর আগের।

মঙ্গলবার ‘ব্রিটিশ-লেড ব্ল্যাক সি মেরিটাইম আরকিউলজি প্রজেক্টের’-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গবেষক দলে ছিলেন, ব্রিটিশ, বুলগেরিয়া, সুইডিশ, যুক্তরাষ্ট্র এবং গ্রিকের সমুদ্র বিষয়ক প্রত্নতাত্ত্বিক এবং সমুদ্র বিজ্ঞানীরা। তারা জাহাজটিকে প্রায় দুই কিলোমিটার পানির নিচে পেয়েছেন বলে জানিয়েছেন।

পানির এতো নিচে অক্সিজেনের সরবরাহ ছিল না  বলে যুগের পর যুগ এই জাহাজটি অক্ষত অবস্থায় ছিল বলে ধানণা করা হচ্ছে।

জাহাজের পাশে এটির রাডার এবং অন্যান্য যন্ত্রাংশ পাওয়া গেছে। মনে করা হচ্ছে তখন কৃষ্ণ সাগরের উপকূলে বাণিজ্য উপকূল ছিল। আর এটি ছিল তখন গ্রিক উপনিবেশ।

জাহাজের এমন একটি অংশ পাওয়া গেছে যেটি সবার কাছে জাহাজের সবেচেয়ে পুরাতন ধ্বংসাবেশস হিসেবে পরিচিতি।  

গবেষক দলের প্রধান তদন্তকারী এবং ইংল্যান্ডের সাউথদাম্পটন ইউনিভার্সিটির প্রফেসর জন এ্যাডামস বলেন, ‘এই জাহাজটি উদ্ধারের ফলে প্রাচীন যুগের জাহাজ বিষয়ক আমাদের ধারণায় পরিবর্তন  আসবে। দু’কিলোমিটার পানির নিচে জাহাজটি অক্ষত অবস্থায় এতো বছর কিভাবে ছিল এ নিয়ে ভাবার বিষয় রয়েছে।’ 

তথ্যসূত্র: আল জাজিরা

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি