ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

২৫টি নিবন্ধিত রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেছে

প্রকাশিত : ১৯:২৩, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২৩, ৩১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নতুন নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগ-বিএনপিসহ ২৫টি নিবন্ধিত রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেছে। দলগুলোর পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে ৫ জন করে নামের তালিকা দেয়া হয়। গ্রহনযোগ্য ব্যক্তিদেরকেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের পর ২৮ জানুয়ারি প্রথম বৈঠকেই রাজনৈতিক দলগুলোর কাছে নাম আহ্বান করা হয়। এরপরই নড়েচড়ে বসে রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ ও বিএনপিসহ দলগুলো নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার পদের জন্য ৫জন করে নাম দেওয়ার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন দলের প্রতিনিধিরা মন্ত্রিপরিষদ বিভাগে যান নামের তালিকা জমা দিতে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাম জমা দেন। পরে তিনি জানান, দলীয় ফোরামে চূড়ান্ত করেই তারা নাম জমা দিয়েছেন। এর আগে বিএনপির পক্ষ  দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও  চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম সাত্তার  মন্ত্রিপরিষদ বিভাগে নাম জমা দেন। বিএনপির প্রস্তাবে খালেদা জিয়ার প্রস্তাবিত ১৩ দফার প্রতিফলন রয়েছে বলে জানান তারা। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের কাছে আরো ২৩ টি রাজনৈতিক দল প্রস্তাবিত নাম জমা দেয়। রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেওয়া নিবন্ধিত দলগুলোর মধ্যে নাম জমা দেয়নি বিকল্প ধারা, গণফোরাম, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির একাংশ নাম না দিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন প্রনয়ণের বিকল্প প্রস্তাব দিয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি