৩য় রাউন্ডে আন্দ্রেস সিপ্পি
প্রকাশিত : ১৮:২৪, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৪, ১৮ জানুয়ারি ২০১৭
দুই সেট পিছিয়ে পড়েও অসাধারণ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে আন্দ্রেস সিপ্পি। এছাড়া তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ডেনিয়েল ইভান্সও গার্ভিয়েন মাগুরোজা।
মেলবোর্নে আন্দ্রেস সেপ্পি প্রথম সেটে ৬-১ গেমে হারেন অস্ট্রেলিয়ার নিক কাইরজিঅসের কাছে। এরপর দ্বিতীয় সেটে কুলিয়ে উঠতে পারেননি। সেট হারেন ৭-৬ গেমে। কিন্তু এরপরই ঘুরে দাড়ান এ ইতালিয়ান টেনিস তারকা। স্বাগতিক কাইরজিঅসের বিপক্ষে ৬-৪, ৬-২ ও ৭০-৮ গেমে অসাধারণ এক জয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন সেপ্পি। এদিকে অপর ম্যাচে মারিন ক্লিককে হারিয়ে ডেনিয়েল ইভান্স এবং সামান্থা ক্রোফোর্ডকে হারিয়ে গার্ভিন মাগুরোজা তৃতীয় রাউন্ডে উঠেন।
আরও পড়ুন