ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

৩০ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ৩০ মার্চ ২০২০

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৩০ মার্চ ২০২০, সোমবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ৩০ মার্চ ঘটনাবলি :
১১৮০ - আব্বাসীয় খেলাফতের পতন যুগে আবুল আব্বাস আহমদ নাসেরের বাগদাদের খেলাফত লাভ।
১২৮২ - সিসিলি থেকে ফরাসিদের বহিষ্কার।
১৮১২ - কলকাতায় এথেনিয়াম থিয়েটার নামে রঙ্গমঞ্চ খোলা হয়।
১৮৬৭ - রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা খরিদ।
১৯৩০ - চীনে বামপন্থী চীনা সাহিত্যিক সংঘ প্রতিষ্ঠিত হয়।
১৯৭১ - শিক্ষাবিদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা শহীদ হন।
১৯৮১ - ওয়াশিংটন ডিসিতে হোটেল হিলটনের বাইরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান গুলিবিদ্ধ হন।
১৯৯২ - সত্যজিৎ রায় অস্কার পুরস্কার ‘মাস্টার অব ফিল্ম মেকার’ লাভ করেন।
১৯৯৬ - বিএনপি সরকারের প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে পদত্যাগ।

আজ যাদের জন্মতারিখ :
১৮৪৪ - ফরাসি কবি পল ভেরলেনের জন্ম।
১৮৫৩ - ওলন্দাজ চিত্রশিল্পী ভ্যান গগের জন্ম।
১৮৭০ - বসুমতীর সম্পাদক ও লেখক সুরেন্দ্রনাথ সমাজপতির জন্ম।
১৮৯৯ - সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
১৯১৯ - কবি সিকান্দার আবু জাফরের জন্ম।
১৮৯১ - যুক্তরাষ্ট্রের প্রকৌশলী ও যন্ত্র নির্মাতা আর্থার উইলিয়াম সিডনি হ্যাংরিটন জন্মগ্রহণ করেন।

আজ যাদের মৃত্যু হয় :
১৯৪৮ - ইরানের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানতাপস এবং সংগ্রামী আলেম আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ হোসেইন তাবাতায়ী বুরোজার্দি ইন্তেকাল করেন।
১৯৫৭ - শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের মৃত্যু।
১৯৬৫ - কথাশিল্পী সতীনাথ ভাদুড়ীর মৃত্যু।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি