ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

৩০ সেকেন্ডে ১০০ লাফ দিয়ে বিশ্বরেকর্ড! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ২৭ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গ্রামগঞ্জে যে দড়ি লাফ খেলা হয়, সেই খেলা এখন চলে গেছে আন্তর্জাতিক পর্যায়ে। দড়ি লাফের একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন চীনের এক তরুণ। তার এই রেকর্ড গিনেস বুকেও স্থান পেয়েছে। 

সম্প্রতি চীনের সাংহাইয়ে আয়োজিত হয় ইন্টারন্যাশনাল জাম্প রোপ প্রতিযোগিতায় মাত্র ৩০ সেকেন্ডে জোড়া পায়ে চীনের এক তরুণ লাফিয়েছেন ১০০ বার! পরে জানা যায়, তরুণের এই সাফল্য একটি বিশ্ব রেকর্ড। এর আগে এই রেকর্ড কেউ করতে পারেননি। 

চীনের ওই প্রতিযোগিতায় ষষ্ঠ ডাবল ডাচ কনটেস্টে রেকর্ড করা ওই তরুণের নাম ওয়াং শিসেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় চারশ’ প্রতিযোগীকে হারিয়ে এই রেকর্ড গড়েন তিনি।

শিসেনের সঙ্গে সাংহাইয়ের ওই প্রতিযোগিতায় আরেকটি ইভেন্টে রেকর্ড করেছেন ১৭ বছরের অন্য এক তরুণ। তার নাম সেন ঝাউলিং। এক পায়ে লাফের ইভেন্টে ৩০ সেকেন্ডে তিনি ২২৮ বার লাফিয়েছেন, যা সর্বোচ্চ। 

তবে ২০১৬ সালে একই ইভেন্টে ঝাউলিং ২০৮ বার লাফিয়েছিলেন। গত ১৯ নভেম্বর সাংহাইয়ে ২২৮ বার লাফ মেরে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি। 

 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি