ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

৬০ বছর গোসল না করা সেই মানুষের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২৬ অক্টোবর ২০২২

‘বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ’আখ্যা পাওয়া ইরানের আমু হাজি মারা গেছেন। কয়েক দশক ধরে গোসল না করার কারণে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আমু পানি ও সাবান ভয় পেতেন। পানি ও সাবান ব্যবহার করলে অসুস্থ হবেন- এই ভয়ে ৬০ বছরেরও বেশি সময় গোসল করেননি আমু হাজি।

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফারসে বসবাস করতেন আমু। তাঁর গ্রামের লোকজন তাঁকে কয়েকবার গোসল করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, কয়েক মাস আগে শেষ পর্যন্ত গোসল করতে রাজি জন আমু। আর গোসল করার পরই তিনি অসুস্থ হন। কয়েক মাস অসুস্থ থাকার পর রোববার তিনি মারা গেছেন। খবর বিবিসি ও দ্যা গার্ডিয়ানের।

২০১৪ সালে তেহরান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর প্রিয় খাবার সজারু। 

বছরের পর বছর গোসল না করায় তাঁর ত্বকেও পরিবর্তন আসে, ময়লার আস্তরণ তৈরি হয় তাঁর চামড়ায়। আমু হাজির ধূমপানের একটি ছবি রয়েছে যেখানে তাঁকে এক সঙ্গে একাধিক সিগারেট টানতে দেখা যায়।

গোসল করার জন্য চাপ দেওয়া হলে বা পরিষ্কার পানি পান করতে বলা হলে আমু হাজির মন খারাপ হতো।

গ্রামবাসীদের ভাষ্য, আমু হাজি ‘যৌবনে মানসিক বিপর্যয়’ অনুভব করেছিলেন, যার কারণে তিনি গোসল করা ছেড়ে দিয়েছিলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি