ঢাকা, রবিবার   ০৫ অক্টোবর ২০২৫

৬৩ দিনের মহাযাত্রা শেষে তরুণ আহবাবের অসাধ্য সাধন: ৪ হাজার মাইল সাইকেলে পাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:১৮, ৫ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘ ৬৩ দিনের কঠিন পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে এক বিশাল সাইকেল অভিযান সম্পন্ন করেছেন ২১ বছর বয়সী বাংলাদেশি তরুণ আহবাব। প্রায় ৪,০০০ মাইল (৬,৪০০ কিলোমিটার) দূরত্ব অতিক্রম করে ওয়াশিংটন ডিসির ক্যাপিটলে এসে শেষ হয়েছে তাঁর এই দুঃসাহসিক ক্রস-কান্ট্রি যাত্রা। রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (RPI)-এর তৃতীয় বর্ষের এই ছাত্রের কাছে এটি জীবনের অন্যতম বড় অর্জন।

দুর্গম পথে লড়াই

অভিযানে আহবাব অংশ নেন ৬০ জন অংশগ্রহণকারীর সঙ্গে গঠিত দুটি দলের একটিতে। প্রতিটি দলে ৩০ জন করে সদস্য ভিন্ন ভিন্ন রুট ধরে যুক্তরাষ্ট্রজুড়ে এই সাইকেল ক্যাম্পেইন সম্পন্ন করে। পথ ছিল দীর্ঘ ও দুরূহ—কখনও প্রচণ্ড গরম, কখনও কনকনে ঠান্ডা, কখনও আবার ঝড়-বৃষ্টি। দলটি প্রায় ১২,০০০ ফুট উচ্চতা অতিক্রম করে এবং রাতে আশ্রয় নেয় বিভিন্ন চার্চ ও স্কুলে।

অভিযানটি শারীরিক ও মানসিকভাবে ছিল অত্যন্ত কঠিন, কিন্তু দলবদ্ধ কাজের অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে সবার জীবনে।

আহবাবের জন্য যাত্রাটি ছিল আরও কঠিন। পুরো অভিযানে তিনি দু’বার আঘাতপ্রাপ্ত হন এবং হালাল খাবারের অভাবে পড়েন খাদ্যসংকটে। তবু হাল ছাড়েননি, সাহস ও অধ্যবসায়ের জোরে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছেছেন।

তারুণ্যের জয়গান

আহবাব বর্তমানে যুক্তরাষ্ট্রের ট্রয়, নিউইয়র্কের RPI-তে ইলেকট্রিক্যাল ও কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিষয়ে তৃতীয় বর্ষে পড়ছেন। বাংলাদেশে নবম শ্রেণি শেষ করার পর ২০২০ সালে যুক্তরাষ্ট্রে এসে হাইস্কুল সম্পন্ন করেন।

বাংলাদেশে থাকাকালীন ধানমন্ডির ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের ছাত্র ছিলেন আহবাব এবং নিয়মিত ক্রিকেট খেলতেন ঢাকার আবাহনী মাঠে। যুক্তরাষ্ট্রে সাইকেলের প্যাডেলে ভর করে তাঁর সেই খেলোয়াড়সুলভ মনোবলই যেন নতুন করে জয় করেছে এক মহাদেশ।

আহবাবের এই সাইকেলযাত্রা শুধু এক তরুণের অভিযাত্রা নয়—এটি প্রতীক এক অনমনীয় ইচ্ছাশক্তির, যে প্রমাণ করে দেয়, দূরত্ব যতই দীর্ঘ হোক, স্বপ্ন থাকলে তা জয় করাই সম্ভব।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি