ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

৭ খুন মামলার রায় আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের আতঙ্ক দূর করতে ভূমিকা রাখবে

প্রকাশিত : ১৬:০৪, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:০৪, ১৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের আতঙ্ক দূর করতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে  তিনি একথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, প্রভাবশালী মন্ত্রীর জামাতা এই মামলায় আসামি থাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না এমন আশংকা ছিল জনগনের। রায়ের পর সেই আশংকা কেটে গেছে। তবে উচ্চ আদালতে এই রায় বহাল থাকলেই আইনের শাসন অনুকরনীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে তিনি বলেন, গ্রহনযোগ্য কমিশন না হলে রাজপথেই জবাব দেয়া হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি