ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

৭ ডিসেম্বর: ইতিহাসে এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৬, ৭ ডিসেম্বর ২০১৯

৭ ডিসেম্বর: ইতিহাসে এই দিনে

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৭ ডিসেম্বর ২০১৯, শনিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ৭ ডিসেম্বর :
১৭৮২- টিপু সুলতান ভারতের মহীশুরের রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।
১৮৮৯- পৃথিবীর প্রথম অটোমোবাইল তৈরি হয়।
১৮৫৬- রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের গৃহে প্রথম বিধিসম্মত হিন্দু-বিধবা বিবাহ।
১৮৭২- বাংলায় প্রথম নাট্যশালা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত এবং দীনবন্ধু মিত্রের নাটক নীল দর্পণ অভিনীত।
১৯১৭- মার্কিন সরকার অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪১- দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে তখন দুইশ' জাপানী জঙ্গী বিমান প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি পার্ল হারবারে বোমাবর্ষণ করে।
১৯৬০- আইভরি কোস্টের স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে।
১৯৭০- সাধারণ নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
১৯৭২- চাঁদে অ্যাপোলোর শেষ অভিযান অ্যাপোলো-১৭ এর যাত্রা শুরু।
১৯৮৫- ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন।

আজ যাদের জন্মতারিখ :
১৮৭৯ - বাঘা যতীন, একজন বাঙালি বিপ্লবী।
১৯২৮ - মার্কিন ভাষাতাত্ত্বিক নোয়াম চমস্কির জন্ম।

আজ যাদের মৃত্যু হয় :
১৭৮২ - মহীশুরের বীর যোদ্ধা হায়দার আলী।
১৯৯১ - রাজনীতিবিদ আতাউর রহমান খান।
২০১৪ - কিংবদন্তী খলনায়ক খলিল উল্লাহ খান।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি