ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

৭ দিনের মধ্যে ঐক্যফ্রন্টের ইশতেহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ২২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:০৪, ২২ নভেম্বর ২০১৮

আগামী ৭ দিনের মধ্যে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করবে ঐক্যফ্রেন্ট এমনটি জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর ধানমণ্ডির বাসায় ঐক্যফ্রন্টের বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তারা।

বৈঠক শুরুর আগে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা আজকে ইশতেহারের খসড়া তৈরির জন্য বৈঠকে বসেছি। প্রথমে খসড়া তৈরি হবে। পরে এটা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে পাশ হবে। আজকে বৈঠক শেষ হতে তিন ঘণ্টা সময় লাগবে বলেও জানান তিনি। 

ইশতেহার তৈরির বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন,‘আমাদের চিন্তায় আছে মূল বিষয় থাকবে জাতীয় ঐক্য, বিভক্তি আর নয়, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার, দেশের মেরামত দরকার। এগুলো চিন্তার মধ্যে আছে। দেখা যাক কী হয়।

জাফরুল্লাহ আরও জানান, ১১ দফার ভিত্তিতে ইশতেহার করা হবে। তবে এটা আরও বিস্তারিত হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই ইশতেহার ছাপানো হবে বলেও জানান তিনি।

বৈঠকে জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও সাংবাদিক মাহফুজ উল্লাহ, ইকবাল সিদ্দিকী, ডা. জাহেদুর রহমান, শফিকউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইশতেহার প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করছে ঐক্যফ্রন্ট। এই কমিটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ রূপকল্প সামনে রেখে আগামী নির্বাচনী ইশতেহার তৈরি করবে।

 

 টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি