ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

৭ দিনের মধ্যে হাতিরঝিলের অবৈধ স্থাপনা অপসারণ: হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ১০ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ী প্রকল্পে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত।

এক রিট আবেদনের শুনানি শেষে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অসিত তালুকদার।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, রাজধানীর দৃষ্টিনন্দন হাতিরঝিল প্রকল্পের লেআউট প্ল্যানের নির্দেশনার বাইরে সেখানে কিছু অবৈধ প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। এ ব্যাপারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিষ্ক্রিয়। এ বিষয়ে একটি প্রতিবেদন গত ১ আগস্ট একটি গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়।

পরে আজ এ রিটের শুনানির পর রুল জারি করে সাত দিনের মধ্যে হাতিরঝিল-বেগুনবাড়ী প্রকল্পের নকশা পরিকল্পনার বাইরে থাকা অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন আদালত।

এছাড়া রুলে হাতিরঝিল-বেগুনবাড়ী প্রজেক্টের অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে এবং লেআউট প্ল্যান অনুসারে হাতিরঝিল-বেগুনবাড়ী প্রজেক্টকে রক্ষা করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

মনজিল মোরসেদ জানান, আদেশে আদালত রাজউকের চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও প্রকল্প পরিচালককে প্রকল্প এলাকায় প্রতিনিয়ত পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন। যেন কেউ লেআউট প্ল্যান-বহির্ভূত স্থাপনা তৈরি করতে না পারে। এছাড়া আদালতের আদেশের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এই আইনজীবী।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি