ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

৭৫ বছরের নারীর পেট থেকে বেরোল ২৫ কেজির টিউমার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ২৪ মার্চ ২০১৮ | আপডেট: ১১:০২, ২৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আমিনা বেগম নামের ৭৫ বছর বয়স্ক এক নারীর পেট থেকে ২৫ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এ অপারেশন সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গাইনি অব অনকোলজি বিভাগের ইয়েলো ইউনিট ৩ এর প্রধান অধ্যাপক ডা.শিরিন আক্তারের নেতৃত্বে এই অপারেশন পরিচালিত হয়। 

৭ জন টিমের মধ্যে অন্যান্য চিকিৎসকগণ হলেন ডা. শুভা, ডা. শিউলি, ডা. বিথী, ডা. সামিনা এবং ডা. ফারহানা।

অধ্যাপক ডা. শিরিন আক্তার শনিবার গণমাধ্যমকে জানান, অবজারভেশনের জন্য রোগী পোস্ট অপারেটিভে থাকলেও তিনি এখন শঙ্কামুক্ত এবং ভালো আছেন। তাকে শিগগিরই বেডে দেওয়া হবে। 

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, গাজীপুর জেলার আটাবহ ইউনিয়নের ৭৫ বছর বয়স্ক বিধবা আমিনা বিবির তলপেটে ব্যথা অনুভব হয়। পরে তাকে টাঙ্গাইল মির্জাপুরের কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আল্ট্রাসনোগ্রাম করা হয়। আল্ট্রাসনোগ্রামের রিপোর্টে তার পেটে টিউমার ধরা পরে। এরপর তাকে বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি করা হয়। পরে ডাক্তাররা টিউমার পরীক্ষা-নিরীক্ষা করে ২২ মার্চ তার সফল অপারেশন সম্পন্ন করেন।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি