ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

৭৬ জনকে নিয়োগ দেবে বাকৃবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ৪ নভেম্বর ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় তাদের লোকবল বৃদ্ধির লক্ষ্যে ৩৮ পদে ৭৬ জনকে নিয়োগ দেবে ।যোগ্যতা ও আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন পদগুলোতে।

পদের নাম ও পদসংখ্যা

উপ-রেজিস্ট্রার-১ টি, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার-১ টি, সেকশন অফিসার বা সেকশন অফিসার কাম প্রোটকল অফিসার-৩ টি, অডিট এন্ড একাউন্টস অফিসার- ১ টি, সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার( ইলেকট্রনিক্স)- ১ টি, সহকারী প্রকৌশলী(সিভিল)-১ টি, সহকারী প্রকৌশলী( ইলেক্ট্রিক্যাল) – ০১ টি, গ্রাফিক আর্ট ডিজাইনার- ০১ টি, মেডিক্যাল অফিসার( পুরুষ-০১ টি এবং মহিলা-০১ টি) -০২ টি, ফিজিক্যাল ইন্সট্রাক্টর (মহিলা)-০১ টি, উপ-সহকারী প্রকৌশলী( সিভিল) – ০১ টি, নার্স( মহিলা)-০১ টি, ল্যাব সহকারী- ০১ টি, নেটওয়ার্ক টেকনিশিয়ান বা হার্ডওয়্যার টেকনিশিয়ান-০১ টি, হিসাবরক্ষক- ০১ টি, জেনারেটর আপারেটর- ০১ টি, সহকারী ক্যাশিয়ার- ০১ টি, টেলিফোন অপারেটর- ০১ টি, ইলেকট্রিশিয়ান- ০১ টি, গাড়ী চালক—০৫ টি, ভেটেরিনারি কম্পাউন্ডার-০১ টি, টিলার ড্রাইভার-০১ টি, ড্রেসার(মহিলা)০১ টি, ল্যাব টেকনিশিয়ান-০৫ টি, ওয়াল্ডার কাম লেদ মেশিন অপারেটর-০১ টি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-০৪ টি, ডাটা এন্ট্রি অপারেটর ০১ টি, কুক-৩ টি, প্লাম্বার-০১ টি, ডিপটিউবওয়েল অপারেটর-০১ টি, টেলিফোন জয়েন্টার-০১ টি, নিরাপত্তা প্রহরী -০৬ জন, ডরমিটরী এটেনডেন্ট বা এটেনডেন্ট বা ক্লাসরুম এটেনডেন্ট বা ল্যাব হেলপার- ০৪ টি, এমএলএসএস-০৮ টি, গ্রাউন্ডম্যান-০১ টি, গার্ডেনার বা মালী-০৪ টি, সু্ইপার বা স্কাভেঞ্জার (মেথর)-৪ টি।

আবেদনের বিস্তারিত নিয়ম

আবেদনের নিয়ম, আবেদন ফরম, সকল পদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (bsmrau.edu.bd) থেকে বিস্তারিত জানতে পারবেন ।

আবেদনের শেষ সময়

০৩ ডিসেম্বর, ২০২৭ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন ।

/ এম / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি