ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

৮৪ মিনিটের গোলে স্পেনের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ১০ জুন ২০১৮ | আপডেট: ১১:৩২, ১৩ জুন ২০১৮

পরশু সৌদি আরবের বিপক্ষে জিততে ঘাম ঝড়াতে হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। গতকাল স্পেনেরও একই হাল। শেষ মুহূর্তে খেলার ৬ মিনিট বাকি থাকতে গোল করে তিউনিশিয়ার বিপক্ষে জয় পেয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা।
এর আগের স্পেন ও সুইজারল্যান্ডের মধ্যেকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গতকাল রাতেও তিউনিসিয়ার বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন। তিউনিসিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে জয়সূচক একমাত্র গোল নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।
রাশিয়ার ক্রাসনোদার স্টেডিয়ামে স্থানীয় সময় গতকাল শনিবার মুখোমুখি হয় স্পেন ও তিউনিসিয়া।
ম্যাচের একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল স্প্যানিশদের রুখেই দেবে তিউনিশিয়া। তবে একদম শেষ মুহুর্তে গোল করে স্বান্তনার জয় নিশ্চিত করে স্পেন।
ম্যাচের প্রথমার্ধে স্পেনের চেয়ে এগিয়েই ছিল তিউনিশিয়া। বেশ কয়েকবার হানা দিয়েছে রামোসবাহিনীর রক্ষণদুর্গে। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলটি পায়নি তারা। অন্যদিকে প্রথম ৪৫ মিনিটে নিজেদের ছায়াতে আবদ্ধ ছিলেন ইসকো-ইনিয়েস্তারা।
তিউনিসিয়া গোলের সুযোগ খুঁজতে থেকে। দুটি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় তাঁরা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।
দ্বিতীয়ার্ধে গোল পাওয়ার লক্ষ্যে খেলতে থাকে স্পেন। ফলে তাঁরা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ম্যাচের ৫৫ মিনিটে গোলের সুযোগ পেলেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি জর্দি আলবা।
ম্যাচের ৮৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলের মাধ্যমে পরাজয় এড়ায় স্পেন। দিয়েগো কস্তার বাড়ানো পাসে দলকে জয়সূচক গোল পাইয়ে দেন লাগো আসপাস। ফলে একমাত্র গোলে ১-০ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে এবারের রাশিয়া বিশ্বকাপে শিরোপাপ্রত্যাশী স্পেন।

সূত্র : গোলডটকম।
/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি