ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

৯ জন প্রভাষক নিয়োগ দেবে সিদ্ধেশরী গার্লস কলেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সিদ্ধেশরী গার্লস কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রভাষক হিসেবে ৯ জন শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

১) প্রভাষক

ক) মার্কেটিং-০২ জন

খ) উদ্ভিদবিজ্ঞান-০২ জন

গ) বাংলা-০২ জন

ঘ) আইসিটি-০২ জন

ঙ) গণিত-০১ জন

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির মাস্টার্স ডিগ্রিধঅরী হতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ২২,০০০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

২) ক্যাশিয়ার-০১ জন

যোগ্যতা

নূন্যতম স্নাতক পাশ হতে হবে। বাংলা ও ইংরেজি টাইপ জানা থাকতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ৯,৩০০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

ক) আগ্রহী  প্রার্থীদের আবেদন পত্রের সাথে ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও নাগরিকত্বের সনদপত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

২) প্রভাষক পদের প্রার্থীদের শিক্ষক নিবন্ধন বা এমপিও-এর সত্যায়িত কপি জমা দিতে হবে।

৩) চাকরীরত প্রার্থীদের অবশ্যই স্ব-স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৪) প্রভাষক পদের জন্য ৫০০ টাকা এবং ক্যাশিয়ার পদের জন্য ১০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডারসহ অধ্যক্ষ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ঢাকা বরাবর জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী  ১১ মার্চ, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক (১৮  ফেব্রুয়ারি, ২০১৮)

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি