ঢাকা, বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫

হাদিকে হত্যাচেষ্টা: আদালতে জবানবন্দি দিলেন ফয়সালের বাবা-মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ১৭ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা-মা আদালতে জবানবন্দি দিয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা হাসি বেগমকে (৬০) ঢাকার ১৩ নং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 

রাত ৮টার দিকে বিচারক মো. মনিরুল ইসলাম তাদের জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা-মা আদালতকে বলেছেন, আসামিদের পালাতে ও অস্ত্র লুকাতে তারা সাহায্য করেছেন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিরা আদালতে জবানবন্দি দিতে রাজি হওয়ায় তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক তা রেকর্ড করার আবেদন করেন। বিচারক আবেদন অনুমোদন করেন।

এর আগে, ১৬ ডিসেম্বর রাতেই ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১০।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি