ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

৯৯ কোটি টাকা পাবে মুন সিনেমার মালিক: আদালত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ১৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:২৬, ১৮ জানুয়ারি ২০১৮

মুন সিনেমা হলের মালিককে ৯৯ কোটি টাকা দিতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালত আদেশে বলেছেন, মুন সিনেমা হলের জমি ও তার ওপর গড়ে তোলা স্থাপনার বর্তমান মূল্য হিসেবে ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড এ টাকা পাবে।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে তিন কিস্তিতে এ টাকা পরিশোধ করতে হবে। প্রথম কিস্তিতে ২৫ কোটি, দ্বিতীয় কিস্তিতে ২৫ কোটি এবং বাদবাকি টাকা তৃতীয় কিস্তিতে পরিশোধ করতে হবে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সব টাকা দিতে বলেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে ইতালিয়ান মার্বেল কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।

উল্লেখ্য, পুরান ঢাকার ওয়াইজঘাটে একসময়ের মুন সিনেমা হলের মূল মালিক ছিল ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড নামে একটি কোম্পানি। মুক্তিযুদ্ধের সময় ওই সম্পত্তি ‘পরিত্যক্ত’ ঘোষণা হলে পরে শিল্প মন্ত্রণালয় ওই সম্পত্তি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে ন্যস্ত করে। ইতালিয়ান মার্বেলের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলম ওই সম্পত্তির মালিকানা দাবি করলে বিষয়টি আটকে যায়।

একে// এআর


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি