‘বিএনপির জঙ্গিবাদী রাজনীতির বিরুদ্ধে যুব সমাবেশ’
প্রকাশিত : ১৫:১১, ৪ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদি রাজনীতির প্রতিবাদে যুব সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। অাজ বেলা ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট।
এ প্রতিবেদকের সঙ্গে অালাপকালে তিনি বলেন, বিএনপি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নানা ধরনের নৈরাজ্য চালানোর ঘোষণা দিচ্ছে। অামরা তাদের সেসব নৈরাজ্য রাজপথে থেকে মোকাবেলা করব। অাজকে অামাদের অনুষ্ঠানে প্রধান অতিথি অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ ব্যাপারে দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন। সেই নির্দেশনা অনুযায়ী রাজপথে অামাদের নেতাকর্মীরা অবস্থান নেবে। আমরা বিএনপির কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেব না।
উল্লেখ্য, অাগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নানা ধরনের হুমকি দিয়ে অাসছে। যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে বলে অনেকে ধারনা করছেন।
এএ/ এসএইচ/
আরও পড়ুন