ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ২৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ৩ আগস্ট ২০১৮ | আপডেট: ২১:১২, ৩ আগস্ট ২০১৮

আফগানিস্তানের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। শুক্রবার জুমার নামাজ চলাকালে এই হামলা চালায় জঙ্গিরা। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

গার্দেজ প্রদেশের রাজধানী পাকিটার ওই শিয়া মসজিদে হামলা চালায় এক ব্যক্তি। এ সময় বোমার বিস্ফোরণে হামলাকারীও নিহত হন। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল্লাহ আসরাত বিষয়টি নিশ্চিত করেন।

আসরাত জানান, হামলাকারী জুমার নামাজ চলাকালে একটি দরজার কাছে লুকিয়ে ছিল। ওই সময় নামাজ আদায় করতে মুসল্লিরা জড়ো হলে বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে ঘটনাস্থলেই তিনিসহ আরও ২২ জন নিহত হন।

যদিও কোনো সন্ত্রাসী ওই হামলার দায় স্বীকার করেনি, তবুও ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, আফগানিস্তানে শিয়াদের উপর যত হামলা হয়েছে, তার সবকটি চালিয়েছে আেইএস।

সূত্র: দ্য হিন্দু
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি