ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ৬ আগস্ট ২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের সম্মান তৃতীয় বর্ষের নিয়মিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৬১৩টি কলেজের ১ লাখ ৭৬ হাজার ৫৩১ জন (নিয়মিত) এবং ৪২ হাজার ১২৩ জন শিক্ষার্থী মানউন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করে।

এর মধ্যে ৪র্থ বর্ষে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৫৩ জন। উত্তীর্ণের হার ৯৭ দশমিক ৮০ শতাংশ।

প্রকাশিত ফল সন্ধ্যা ৭টা থেকে SMS-এর মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h3<space> Roll No লিখে 16222 নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে জানা যাবে।   

এমএইচ/এসি      

  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি