ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

টেক্সাসের স্কুলে ফের বন্দুকধারীর হামলা: নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ১৮ মে ২০১৮ | আপডেট: ০০:১৩, ১৯ মে ২০১৮

টেক্সাসের একটি স্কুলে ফের বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। দ্য সান্টা ফে ইন্ডিপেন্ডেন্ট স্কুলে ওই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

সান্টা ফে হাইস্কুল হাউস্টন থেকে ৪০ মাইল দূরে গালভেস্টন কাউন্টির সান্টা ফে শহরে অবস্থিত। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি শটগান দিয়ে একজন বন্দুকধারী টেক্সাসের সান্টা ফে হাইস্কুলের একটি ক্লাসরুমে ঢুকে গুলি করা শুরু করে।

কিম সুলিভান নামের একজন অভিভাবক জানিয়েছেন, তার ১৭ বছরের মেয়ে তাকে ফোন করে জানিয়েছে, স্কুলে বন্দুকধারী হামলা চালিয়েছে। তার মেয়ে তাকে জানিয়েছে, তারা দৌড়ে স্কুলের উল্টো পাশে শেল গ্যাস স্টেশনে আশ্রয় নিয়েছে। কিম আরও বলেন, বাচ্চারা দ্বিধান্বিত হয়ে পড়েছে এবং বাবা-মা তাদের সন্তানদের খুঁজে বের করা চেষ্টা করছেন।

এদিকে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী স্কুলটিকে ঘিরে ফেলেছে। তা ছাড়া স্কুলে অবরুদ্ধ শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নিতে কাজ করছে তারা।

সূত্র: সিএনএন
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি