ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮

যে বা যারা প্রশ্নপত্র ফাঁস করছে তাদের ধরিয়ে দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।     

রবিবার (৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এ ঘোষণার কথা বলেন।   

১ ফেব্রুয়ারি থকে অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষার বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা এবং প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকলে এই দুই পরীক্ষা বাতিল ঘোষণা করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।  

শিক্ষামন্ত্রী এ প্রসঙ্গে বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা এ বিষয়ে যাচাই-বাছাই করার জন্য ১১ সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে। তারা বিগত দুটি পরিক্ষার বিষয়ে অনুসন্ধান চালাবে।

আজকের বৈঠকে যারা উপস্থিত ছিলেন, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ, অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ ও যুগ্ম সচিব (মাধ্যমিক) সালমা জাহান।

এছাড়া, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। 

এসি/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি