ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

সিআইপি হলেন দাদা গ্রুপের এমডি এসএম আব্দুল ওয়াদুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ১০ মে ২০২৪

দেশের রপ্তানি বাণিজ্যে ২০২২ সালে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তৃতীয়বারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক ও দাদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম আব্দুল ওয়াদুদ।

গত বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানে এ সম্মাননা কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন তিনি।

সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমসহ অন্য রপ্তানিকারকরা।

যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক ও দাদা ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি এসএম আব্দুল ওয়াদুদ সিআইপি কার্ড পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে বলেন, ব্যবসায়ীদের একত্রিত করে সিআইপি কার্ড প্রদানে সরকারের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি ভবিষ্যতে রপ্তানি খাতকে আরও গতিশীল করবে। শুধু তাই নয়, এ ধরনের ইতিবাচক পদক্ষেপ সরকারের বাণিজ্য খাতকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আগের তুলনায় বর্তমানে রপ্তানি আয় বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে এটি আরও বাড়তে থাকবে। এতে দেশের রপ্তানি খাত সমৃদ্ধ হবে। 
কেআই// 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি