ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

বরগুনায় পরীক্ষার সময় চলছে কোচিং বাণিজ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বরগুনায় এসএসসি পরীক্ষার সময় অবাধে চলছে রমরমা কোচিং বাণিজ্য। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এ কার্যক্রম। শিক্ষকরা কোচিং বন্ধে সঠিক নির্দেশনা না পাওয়ার কথা জানালেও প্রশাসন বলছে, এ বিষয়ে মাইকিংসহ শিক্ষা বিভাগকে অবহিত করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসরোধে সম্প্রতি পরীক্ষা চলাকালীন সব ধরনের কোচিং বন্ধ থাকার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাঠানো হয়েছে জেলা প্রশাসকের কাছেও। কিন্তু এসব নির্দেশনা উপেক্ষা করে বরগুনায় চলছে রমরমা কোচিং বাণিজ্য। কেউ কেউ কিন্ডার গার্টেনের সাইনবোর্ড অথবা ডে-নাইট স্কুলের নাম দিয়ে কৌশলে চালাচ্ছেন এই বাণিজ্য।

তবে শিক্ষকরা বলছেন, প্রশাসনের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পাননি তারা। গণমাধ্যমের খবরের ভিত্তিতে কোচিং বন্ধ রাখার কথাও জানালেন কেউ কেউ।

এদিকে, স্থানীয় প্রশাসনের দাবি, সরকারি নির্দেশনার আলোকে সব ধরনের কোচিং বন্ধে মাইকিংসহ আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা চলার সময় ফটোস্ট্যাট মেশিন বন্ধ রাখার নির্দেশনা থাকলেও মানছেন না অনেকেই।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি