ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

বিক্ষোভের মুখে হাইতি প্রধানমন্ত্রীর পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ১৫ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:৩০, ১৫ জুলাই ২০১৮

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে অব্যাহত বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন  হাইতির প্রধানমন্ত্রী জ্যাক গে লাফোট্যান্ট।

স্থানীয় সময় শনিবার হাইতির পার্লামেন্টে দেওয়া শেষ ভাষণে দেশটির প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। তিনি সেটি গ্রহণ করেছেন।

জ্বালানির ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়ায় গ্যাস, ডিজেল ও ক্যারোসিনের দাম বেড়ে গেছে হাইতিতে। গ্যাসের দাম ৩৮ শতাংশ, ডিজেল ৪৭ শতাংশ এবং কেরোসিনের দাম ৫১ শতাংশ বেড়ে যায়।

এর প্রতিবাদে রাস্তায় নামে জনতা। রাজধানী পোর্ট-অ-প্রিন্স ও অন্যান্য শহরে রাস্তা-ঘাট বন্ধ করে দেয় তারা। রাস্তায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করতে থাকে। তিন দিনের বিক্ষোভে অন্তত সাতজনের মৃত্যু হয়। এ ছাড়া কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠানে লুট ও ধ্বংস করা হয়।

প্রসঙ্গত লাফোন্ট্যান্ট ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করেন। সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর ভর্তুকি বন্ধের প্রস্তাব থেকে সরে আসার কথা বলেন তিনি। কিন্তু বিক্ষোভকারীরা তারপরও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

সূত্র : আল জাজিরা।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি