ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক

প্রকাশিত : ০৮:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১২:০২, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয় ।

এতে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাতে চকবাজারের নন্দকুমার দত্ত রোড ও চুড়িহাট্টা শাহী জামে মসজিদ রোড এলাকায় ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে আগামীকাল সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।

এ উপলক্ষে আজ বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবনসমূহে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে।

উল্লেখ্য, বুধবার রাতে পুরানো ঢাকার চুড়িহাট্টার হাজী ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টা ৩৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৬৭ জন প্রাণ হারিয়েছেন। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১ জন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি