ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে গনপূর্ত মন্ত্রানালয়ঃ ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রকাশিত : ১৭:৫৪, ২৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:৫৪, ২৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

গনপূর্ত মন্ত্রানালয় আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে বলে মন্তব্য করলেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বুধবার সকালে গনপূর্ত ভবনে দুদিনের সম্মেলনে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, পি ডব্লিউ ডি এখন আগের চেয়ে উন্নতমানের বিল্ডিং তৈরী করছে। ৫ থেকে ৬ মাত্রার ভুমিকম্পে এইসব ভবন হেলে পরবে না বলেও জানান তিনি। কেউ যদি বিল্ডিংয়ের নিম্নতম মান বজায় না রাখে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানন মন্ত্রী। দুদিনব্যাপি বার্ষিক সম্মেলনে সারাদেশ থেকে ২০০ বেশি প্রতিনিধি অংশ নিচ্ছে।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি