ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে বন্ধ হলো পিএসএলের সম্প্রচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার রেশ ছড়িয়েছে ক্রীড়াঙ্গনেও। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার ভারতে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন ভারতীয় দর্শকরা টিভিতে না দেখলেও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোডের মাধ্যমে সরাসরি উপভোগ করতে পারতেন এই পাকিস্তানি টি-টোয়েন্টি লিগটি। তবে সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগ ও কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে এই টুর্নামেন্টের সম্প্রচারও বন্ধ করা হলো।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই বৈরি প্রতিবেশির মধ্যকার সম্পর্কে ফের ভাটা পড়েছে। আর দুই দেশের মধ্যে যখনই রাজনৈতিক টানাপড়েন তৈরি হয়, তার প্রথম প্রভাবটা পড়ে ক্রিকেটে।

সে ধারাবাহিকতায় এবার ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানায়, পাকিস্তানের সঙ্গে আর কখনোই দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না দলটি।

এদিকে পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানকে দোষারোপ বেশকিছু পদক্ষেপ নেওয়ায় পিএসএলে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এই কর্মীরা পাকিস্তান সুপার লিগে সম্প্রচারের কাজে যুক্ত ছিলেন। তারা চলে গেলে বিঘ্ন ঘটতে পারে লিগের সম্প্রচারের কাজে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘পাকিস্তান সুপার লিগ সম্প্রচারের দায়িত্বে অনেক ভারতীয় নাগরিক রয়েছেন। তাদেরকে ভারতে ফিরে যেতে বলা হয়েছে।’

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি