ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

অপেক্ষা করুন, যা ঘটে দেখবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ২৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বহিষ্কৃত যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে আটকের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন: যা ঘটে দেখবেন, অপেক্ষা করুন। শনিবার হোটেল সোনারগাঁয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। চীন প্রজাতন্ত্রের ৭০ বছরের অর্জন নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকরা জানতে চান সকাল থেকে সম্রাটকে আটকের গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি আটক কি-না?’ জবাবে তিনি বলেন, ‘অপেক্ষা করুন, যা ঘটে দেখবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চলমান ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনার দায়িত্ব র‌্যাবকে দেয়া হয়েছে। এ অভিযানে কেউ যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারেও লক্ষ্য রাখা হচ্ছে।

উল্লেখ্য, সম্রাটের বিরুদ্ধে অভিযোগ নগরীর অবৈধ ক্যাসিনো তথা জুয়ার আসরের প্রধান শেল্টারদাতা তিনি। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে ব্যাপক অভিযোগের কথা শোনা যাচ্ছে। ক্যাসিনোকাণ্ডে ইতোমধ্যে আটককৃতরাও তাকে ‘ক্যাসিনো সম্রাট’ বলেও অভিহিত করেছেন।

এসব কারণে সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আইনশৃঙ্খলা বাহিনী। গত রোববার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা-সংক্রান্ত একটি আদেশ দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে পাঠানো হয়। এছাড়াও তার ব্যাংক হিসাবও তলব করেছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে, চলমান জুয়া-ক্যাসিনো, দুর্নীতিবিরোধী অভিযান শুরুর পর থেকেই কাকরাইলের ভূঁইয়া ম্যানশনে তার ব্যক্তিগত কার্যালয়ে হাজারও যুবকের পাহারায় অবস্থান করতে থাকেন সম্রাট। কয়েকদিন সেখানেই অবস্থান শেষে গত দুদিন আগে সেখান থেকে তিনি লাপাত্তা হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি