ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

অবশেষে ইনস্ট্রাগ্রামে যোগ দিলেন মালালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ১৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে ইনস্টাগ্রামে যোগ দিলেন নোবেল বিজয়ী তরুণী মালালা ইউসুফজাই। ব্রাজিলের সালভাদোর থেকে নিজের ২১তম জন্মদিনে ছবি শেয়ারের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের পথচলা শুরু করেছে।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে মালালা বলেন, ‘হ্যালো ইনস্টগ্রাম, আমার একুশতম জন্মদিনটি উদযাপন করতে পেরে খুব ভালো লাগছে। এবারই প্রথম তিনি ব্রাজিলে গেছেন। মালালা লিখেন, ‘আমি আমার বন্ধুদের প্রতি কৃতজ্ঞ।’

এদিকে জাতিসংঘ মালালার জন্মদিনকে মালালা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। নারীশিক্ষা নিশ্চিতে অবদান রাখায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ব্রাজিলে বর্তমানে ব্লগার ও সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন অনুন্নত এলাকা ঘুরে দেখছেন তিনি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি