ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

অবসরে যাচ্ছেন বিচারপতি তারিক উল হাকিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৫:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

দীর্ঘ ১৮ বছরের বিচারিক জীবন শেষে অবসরে যাচ্ছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি তারিক উল হাকিম।

৬৭ বছর পূর্ণ হওয়ায় ১৯ সেপ্টেম্বর তার অবসরের দিন। কিন্তু ওই দিন সাপ্তাহিক ছুটি থাকায় আজই তার শেষ কর্মদিবস। তাকে আজ ভার্চুয়ালি বিদায়ী সম্বর্ধনা প্রদান করবেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও এটর্নি জেনারেল অফিস।

গুপ্রিমকোর্র্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান জানান, বিচারপতি তারিক উল হাকিমের শেষ কর্মদিবস হওয়ায় তাকে আজ বিদায়ী সংবর্ধনা দেয়া হবে।

গত ২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি তারিক উল হাকিম। তিনি ৩ সেপ্টেম্বর শপথ গ্রহন করেন। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি হিসেবে গত ২ সেপ্টেম্বর তাকে নিয়োগ দেন। আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ছিল ৮ জন। এখন বিচারপতি তারিক উল হাকিমের অবসরে সে সংখ্যা হচ্ছে ৭ জনে।

বিচারপতি তারিক উল হাকিমের জন্ম ১৯৫৩ সালের ২০ সেপ্টেম্বর। এ বিচারপতির বাবা মাকসুম উল হাকিমও ছিলেন বিচারপতি। বিচারপতি তারিক উল হাকিম ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে জেলা আদালত এবং ১৯৮৯ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০২ সালের ২৯ জুলাই তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। তার স্ত্রী নাসিমা কে হাকিম ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় নিয়োজিত আছেন। মেয়ে রাইসা ফাবিয়া তানিশা হাকিম ও ছেলে আসওয়াদ ওয়ারিস হাকিম ইংল্যান্ডে আইন নিয়ে পড়াশোনা করছেন।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি