ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

হলি আর্টিজান মামলা

অভিযুক্ত জেএমবির রিপন গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুর বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে জেএমবির শীর্ষ নেতা মো. মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।

আটক মামুন হলিআর্টিজান জঙ্গি হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী এবং এ ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিটভুক্ত আসামি।

শনিবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, আটক মামুন জেএমবির সূরা সদস্য। আটকের সময় তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি