অসহায় মানুষের চিকিৎসার জন্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান
								একুশে টেলিভিশন
							
প্রকাশিত : ১৮:০০, ৩০ মে ২০১৭ | আপডেট: ১৮:১৩, ৩০ মে ২০১৭
				
					অসহায় মানুষের চিকিৎসার জন্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিহা নাহার বেগম।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিনসহ বিশিষ্টজনেরা। 
আরও পড়ুন
				        
				    









