ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

অস্ত্রোপচারে আলাদা হওয়া রাবেয়া সুস্থ, আশঙ্কায় রোকেয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৬, ১১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

দীর্ঘ ৩৩ ঘন্টার অস্ত্রোপচারে সম্পূর্ণ আলাদা করা গেছে মাথা জোড়া লাগানো জমজ শিশু রাবেয়া এবং রোকেয়াকে। দীর্ঘ এ অপারেশনের পর রাবেয়া সুস্থ থাকলেও, রোকেয়াকে নিয়ে এখনও শঙ্কা কাটেনি। 

গত ২ আগস্ট সকালে বাংলাদেশ ও হাঙ্গেরির যৌথ প্রচেষ্টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসকদের একটি দল জটিল এ অস্ত্রোপচার প্রক্রিয়া সম্পন্ন করেন। আর সন্তানদের সুস্থতার জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাদের বাবা-মা। 

২০১৬ সালে পাবনার চাটমোহরে রফিকুল ইসলাম এবং তসলিমা বেগম দম্পতির ঘরে জন্ম নেয় দুই কন্যা সন্তান। প্রকৃতির খেয়ালে, এ দুই বোন জন্মায় জোড়া লাগানো মাথা নিয়ে। অসহায় বাবা-মা তাদের চিকিৎসার জন্যে চিঠি লিখে সহায়তা চাইলে সাহায্যার্থে এগিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অস্ত্রোপচারের সবচাইতে জটিল অংশ ‘জমজ মস্তিষ্ক’ আলাদা করার কাজটি ২০১৭ সালে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা শুরু হয়। এরপর বাংলাদেশ এবং হাঙ্গেরীর সহায়তায় গঠন করা হয় মেডিকেল বোর্ড। শুরু হয় চিকিৎসা। গত ১ আগস্ট সম্পন্ন হয় ছোটবড় ৪৮টি অপারেশন। সর্বশেষ ২ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে টানা ৩৩ ঘন্টার অস্ত্রপচারে আলাদা করা হয় শিশু রাবেয়া ও রোকেয়াকে।

বিরল এই অস্ত্রোপচারে হাংগেরি বিশেষজ্ঞদের সঙ্গে সিএমএইচের নিউরো এ্যানেসথেসিওলজিস্টদের তত্ত্বাবধানে, নিউরো ও প্লাস্টিক সার্জনসহ ঢাকা মেডিকেল কলেজ, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, হার্ট ফাউন্ডেশন, নিউরো সাইন্স ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু হাসপাতালের প্রায় শতাধিক সার্জন ও এ্যানেসথেসিওলজিস্ট অপারেশনে অংশগ্রহণ করেন। 

দু'বোনকে আলাদা করার ৮দিন পেরিয়েছে আজ। তবে চিকিৎসকরা জানিয়েছেন, রাবেয়া অনেকটা সুস্থ। ডেকেছে মাকে। রোকেয়ার অবস্থা এখনও বেশ নাজুক বলে জানান তারা।

এদিন এক বিজ্ঞপ্তিতে চিকিৎসকরা জানান, এ ধরনের অস্ত্রোপচার সারা বিশ্বেই বিরল ঘটনা। উপমহাদেশে এরকম অস্ত্রোপচার এটাই প্রথম। এই অস্ত্রোপচারটি দেশে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা আরও বৃদ্ধি পেল। এ ধরনের চিকিৎসা সহায়তা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও হাংগেরির জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হবে।

ঢাকা সিএমএইচ কর্তৃপক্ষ জানায়, এ অস্ত্রোপচার অত্যন্ত জটিল। আর সাফল্যের হার খুব বেশি নয়। এ ধরনের অস্ত্রোপচার পরবর্তী ঝুঁকি এবং জটিলতা অত্যন্ত বেশি।

এমন জটিল অপারেশনের পরবর্তী ঝুঁকি থাকে অনেক বেশি। রাবেয়া এবং রোকেয়ার সার্বিক অবস্থা ঠিক থাকলে, দু-তিনমাস পর আরও একটি অপারেশন করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

এদিকে শিশু রাবেয়া ও রোকেয়ার বাবা-মার আকুল প্রাণে একটিই চাওয়া- দ্রুত কোলে নিতে চান তাদের চোখের মনি দু'সন্তানকে।

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি