ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক ২২ নভেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ১৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামি ২২ নভেম্বর (বৃহস্পতিবার) আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার ইসির পক্ষ থেকে বৈঠক সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে উপস্থিত থাকার জন্য মহাপুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র সচিব, জননিরাপত্তা বিভাগ এবং সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক ও পুলিশ সুপারদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ওইদিন সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সভাপতিত্ব করবেন। এতে অন্য চার কমিশনারসহ নির্বাচন কমিশন সচিব উপস্থিত থাকার কথা রয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি