ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

আখেরি মোনাজাতে গাজীপুরের যে রুটে যান চলাচল বন্ধ থাকবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ১৪ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৫:৩২, ১৪ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতকে ঘিরে রোববার গাজীপুরের কয়কেটি রুটে যান চলাচল বন্ধ থাকব। 

আজ শনিবার মহানগর পুলিশের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। 

বলা হয়েছে, আখেরি মোনাজাতে মুসল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে আবদুল্লাহপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। 

একই কারণে কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত সড়কের দুই দিক এবং টঙ্গি স্টেশন রোড থকেে পূবাইল পর্যন্ত সড়কেও যান চলাচল বন্ধ থাকবে।

এছাড়াও টঙ্গি ব্রিজ এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ রাখবে পুলিশ।

এর আগে শুক্রবার আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়।  আগামীকাল রোববার প্রথম প্রহরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে। 

চারদিন বিরতির পর আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি