আজ আসছে ‘হংসবলাকা’
প্রকাশিত : ০৮:৩৫, ১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৮:৫০, ১ ডিসেম্বর ২০১৮

আজ দেশের মাটিতে নামছে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘হংসবলাকা’। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া ড্রিমলাইনার শ্রেণির দ্বিতীয় বিমান। এর নাম দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব কিছু ঠিকঠাক থাকলে বিজয়ের মাসের প্রথম দিন আজ ১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় ঢাকায় অবতরণ করবে এটি।
যুক্তরাষ্ট্রের সিয়াটলে এভারেট ডেলিভারি সেন্টারে গত বৃহস্পতিবার উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং বিমান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতিনিধির কাছে চাবি তুলে দিয়ে হংসবলাকার মালিকানা হস্তান্তর করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (ফ্লাইট অপারেশন) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল উড়োজাহাজটির মালিকানা বুঝে নেন। অনুষ্ঠানে বোয়িং পরিচালক (ডেলিভারি কন্ট্রাক) জন বর্বার, উপব্যবস্থাপনা পরিচালক (মধ্যপ্রাচ্য, সাউথ এশিয়া) এহসেন রাজপুত উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সকাল ১১টায় সিয়াটল পেনফিন্ড থেকে বিজি২১১২ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। বাংলাদেশ সময় ১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করবে। এর মধ্যে দিয়ে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াচ্ছে ১৫টি। এরপর আসবে ড্রিমলাইনার গাঙচিল ও রাজহংস। গত ১৯ আগস্ট বিমানের বহরে যুক্ত হয় প্রথম ড্রিমলাইনার আকাশবীণা।
এসএ/
আরও পড়ুন