ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

আজ ইসির সঙ্গে আ. লীগের বৈঠক  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ১০:৫৬, ৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ক্ষমতাসীন আওয়ামী লীগ এর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আওয়ামী লীগ নির্বাচন কমিশনের কাছে বৈঠকের আগ্রহ প্রকাশ করলে ইসি দলটিকে সময় দিয়েছে।    

আজ বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে ইসির এ বৈঠকটি কমিশনের ভবনে অনুষ্ঠিত হবে।     

এর আগে ইসির সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা আলোচনা করেছেন। আওয়ামী লীগ ছাড়াও বুধবার সকালে জাতীয় পার্টির সঙ্গে বসবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। গত ৩১ অক্টোবর থেকে নির্বাচনকালীন সময়ের ক্ষণ-গণনা শুরু হয়েছে। তবে ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করতে চান নির্বাচন কমিশন।

একে//

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি