ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

আজ খুলছে সরকারি অফিস 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৮, ১৭ জুন ২০১৮ | আপডেট: ০৯:৫৬, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল ফিতরের ৩দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সরকারি অফিস। এবারের ঈদে ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত মোট তিনদিনের ছুটি ছিল সরকারি চাকরিজীবীদের। তবে এই ৩ দিনের ছুটির মধ্যে আবার শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বাড়তি ছুটি পেয়েছেন মাত্র একদিন।  

ঈদুল ফিতরের ছুটির আগে গত বৃহস্পতিবার ছিল শেষ অফিস। অফিস করেই অনেকে ওইদিনই চলে যান নিজ জেলায়, নিজ গ্রামে। পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির জন্যই ছুটে যাওয়া।

আগের ঈদগুলোতে সরকারি ৩ দিনের ঈদ ছুটির সঙ্গে সবাই সাপ্তাহিক ছুটি দুদিন যোগ হয়ে বড় ছুটি পেতেন। কিন্তু এবারে তা পাচ্ছেন না।

তবে অনেকে জানিয়েছেন, তারা ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত আরও দু’এক দিন ছুটি নিয়েছেন। তাই সোমবার প্রথম অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি