ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

আজ পূর্ণ চন্দ্রগ্রহণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫, ২১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১০:৫১, ২১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আজ সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ দিন ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ডে গ্রহণটি শুরু হয়ে বেলা ১টা ৪৮ মিনিটে গ্রহণ শেষ হবে। বেলা ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.১৯৫৩।

বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে এবং পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছুস্থানে আংশিকভাবে দেখা যাবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট www.bmd.gov.bd/eclipse-এ বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি