আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০০:০৫, ৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০০:১২, ৮ ফেব্রুয়ারি ২০১৮

প্রায় ছয় বছর পর আজ বৃহস্পতিবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই তার প্রথম সফর। এর আগে ২০১২ সালে বরিশাল সফর করেন প্রধানমন্ত্রী।
এ সফরে বাকেরগঞ্জের লেবুখালীতে তার নামে নির্মিত ‘শেখ হাসিনা সেনানিবাসসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি।
বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী প্রথমে বাকেরগঞ্জে শেখ হাসিনা সেনানিবাস উদ্বোধন এবং ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলন করবেন। পরে সেনানিবাসে নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বেলা ৩টায় বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রী বরিশাল ও পটুয়াখালীতে ৫৩টি প্রকল্পের উদ্বোধন এবং ৩৪ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপনের তালিকায় রয়েছে ৩৩টি প্রকল্প।
পটুয়াখালীর জেলার প্রশাসক মো. মাছুমুর রহমান গণমাধ্যমকে জানান, সেনানিবাসে বসেই পটুয়াখালীর ১৪টি প্রকল্পের উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলায় কর্মী সভা করা হয়েছে। জনসভায় তিন থেকে পাঁচ লাখ মানুষ জমায়াতের হবে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তোরণ, বিলবোর্ড, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে গোটা বরিশাল।
কেআই/টিকে
আরও পড়ুন