ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

আত্মহত্যা করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ১৮ জুলাই ২০১৮ | আপডেট: ১৭:৪৫, ১৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের তামিল অভিনেত্রী প্রিয়াঙ্কা আত্মহত্যা করেছেন। তার আত্মহত্যাকে ঘিরে ইতোমধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য থেকে জানা যায়, প্রিয়াঙ্কাকা সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছেন। খবর পাওয়ার পর পুলিশ তাকে উদ্ধার করে। ইতোমধ্যে অভিনেত্রীর শরীর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা যাচ্ছে, বিয়ের পর থেকে চেন্নাইয়ের ভালাসারাভাকমের বাড়িতেই থাকতেন প্রিয়াঙ্কা। অন্তঃসত্ত্বা অবস্থায় বেশ কিছুদিন ধরে তার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে অশান্তি শুরু হয়।

কিন্তু, প্রিয়াঙ্কার মৃত্যুর জন্য কে বা কারা দায়ি, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে পারিবারিক অশান্তির জেরেই প্রিয়াঙ্কা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

উল্লেখ্য, তামিল টেলিভিশন শো ‘জ্যোতিকা’-তে দেখা যায় প্রিয়াঙ্কাকে। তবে প্রিয়াঙ্কার মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। তবে পুলিস তদন্ত শুরু করেছে। উপযুক্ত তদন্তের পরই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।

সূত্র: জি নিউজ

এইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি