ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ২০ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৯:১১, ২০ ডিসেম্বর ২০১৯

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্য: ছবি সংগৃহিত

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্য: ছবি সংগৃহিত

Ekushey Television Ltd.

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্যকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার রাতে রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এবিটি সদস্যরা হলো- আরিফুল করিম চৌধুরী ওরফে আদনান চৌধুরী, মেহেদী হাসান শাকিল ওরফে বাবু, আবদুল আল মামুন ও নাজমুল হাসান। ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ শুক্রবার দুপুরে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। রাজধানীর শাহআলী থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাহআলী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: বাসস
এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি