ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আনুশকার আগে কে ছিল কোহলির জীবনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ২৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও আনুশকা শর্মার প্রেম কাহিনী অজানা নেই কারো। ইতোমধ্যে তাদের বিয়ে্ ও মধুচন্দিামার প্রায় খবরও রীতিমতো ভাইরাল হয়েছে। তবে আনুকার আগে ভারতীয় সমলোচিত ব্যাটম্যান কোহলির জীবনে আরও একটি তরুনী ছিল। এবিষয় অনেকের এখনও অজানা।

তবে সেই অজানা বিষয় মানুষের সামনে নিয়ে এসেছে ভারতীয় গণমাধমগুলো।

গণমাধ্যমগুলোর খবর সূত্রে জানান হয়েছে, আনুশকার আগে ইসাবেলা লাইট নামে এক ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বিরাট। জি হ্যাঁ, বিরাটের সাবেক প্রেমিকা ইসাবেলা লাইট।

ইসাবেলা ভারতীয় জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ড ল্যাকমের বিজ্ঞাপনে কাজ করেছেন। ল্যাকমে ছাড়াও পাকিস্তানি পণ্য নিশাত লাইনসসহ একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন এ মডেল।

২০১৩ সালে বলিউড মুভি সিক্সটিনের মুখ্য ভূমিকায় অভিনয় করে লাইফ অব স্কিন অ্যাওয়ার্ড লাভ করেন ইসাবেলা। তা ছাড়া ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড ফিল্ম `পুরানি জিন্স`-এ দেখা গিয়েছিল ইসাবেলাকে।

 এর আগে লাহোরের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়ে ইউটিউবে সাড়া ফেলেছিলেন বিরাটের সাবেক এ প্রেমিকা। ২০১৪ সালে বলিউডপাড়ায় আসা-যাওয়ার কারণে বিরাটের সঙ্গে বহুবার দেখা গিয়েছিল ইসাবেলাকে।

তবে ইসাবেলার সঙ্গে সম্পর্কের কথা বিরাট নিজের মুখে কখনও স্বীকার করেননি।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি