ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

আবদুল মালেক মেডিকেল কলেজের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

  নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৭, ১৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কিডনী ডায়ালাইসিস ইউনিটে এক বছরে ৭ হাজার ৮ শত ২৭ বার ডায়ালাইসিস সেবা দেয়া হয়েছে । এ উপলক্ষে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ কিডনী বিভাগ ও জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটের যৌথ আয়োজনে বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়।

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ কিডনী বিভাগের প্রধান ও জেলা স্বাচিপের সভাপতি ডা. ফজলে এলাহী খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল, হাসপাতালের তত্ত্ববধায়ক ডা.খলিল উল্যাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলার সাধারণ সম্পাদক ডা. মাহাবুবুর রহমান।
নোয়াখালী জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, থেকে গত এক বছরে কিডনী ডায়ালাইসিস ইউনিট থেকে ৭৮২৭ জন রোগী সেবা গ্রহণ করেন।  এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি