ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও বড় পর্দায় অপি করিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ১৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী অপি করিম। ছোট পর্দার জনপ্রিয় তারকা তিনি। তবে শুধু ছোট পর্দাতেই নয়, বড় পর্দায়ও দেখা গেছে তাকে। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। এরপর অবশ্য তাকে আর দেখা যায়নি বড় স্ক্রিনে। দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরছেন তিনি।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘ডেব্রি অব ডিজায়ার’ সিনেমায় অভিনয় করছেন অপি করিম। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে।
সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার প্রশংসিত নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। তার সঙ্গে মিলে এটি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ। প্রাথমিকভাবে সিনেমাটির বাংলা নাম রাখা হয়েছে ‘মায়ার জঞ্জাল’। তবে নির্মাতা সূত্রে জানা গেছে নামটি পরিবর্তন হতে পারে।
এদিকে, ‘ডেব্রি অব ডিজায়ার’র শুটিংয়ে অংশ নিতে অপি করিম এখন রয়েছেন কলকাতায়। কলকাতার পর ঢাকাতেও সিনেমাটির শুটিং হবে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি