ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

আমার অবস্থানের কোনও পরিবর্তন হয়নি : মাহবুব তালুকদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সদ্য অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বক্তব্যের ক্ষেত্রে নিজের অবস্থানের কোন পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুরে তার অবস্থান জানান তিনি সাংবাদিকদের এক লিখিত বক্তব্য দেওয়া হয়। তিনি লিখিত বক্তব্য উল্লেখ্য করছেন, লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্যোগে আয়োজিত ‘ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে’ আমি যে বক্তব্য রাখি তাতে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন আমি আমার অবস্থান পরিবর্তন করেছি কিনা! এসম্পর্কে বিভ্রান্তির অবসান ঘটাতে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন।তিনি আরও বলেন,‘আমার অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।

মাহবুব তালুকদার বলেন, “আমি বক্তব্যে বলেছি ‘অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছি’। ইতোপূর্বে ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখের বক্তব্যে আমি বলেছিলাম, সব দল অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়। সুষ্ঠু নির্বাচনের সঙ্গে এর সম্পর্ক নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া একটি প্রাথমিক প্রাপ্তি। আসল কথা হচ্ছে নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে কিনা এবং বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা? নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও কোনও লাভ নেই।

তিনি আরও বলেছেন, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে আমি কোনও কথা বলিনি। কেমন নির্বাচন হয়েছে-সাংবাদিকদের এহেন প্রশ্নের জবাবে আমি পূর্বে বলেছি, ‘নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন,তাহলে এ প্রশ্নের জবাব পেয়ে যাবেন। এখনও আমি সেই কথাই বলি। আমার অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘বিগত ৩ জানুয়ারির অনুষ্ঠানটি ছিল ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। কাউকে প্রশংসাসূচক কথা বলে ধন্যবাদ জানাতে হয় এবং সেটাই সৌজন্যের প্রকাশ। আমার ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যকে রাজনৈতিকভাবে বিচার-বিশ্লেষণ করা ঠিক হবে না।

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি