ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

আর্জেন্টিনা ভক্তদের নাচে-গানে বিশাল পতাকা মিছিল (ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ৩ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৫:৩৬, ৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনার ভক্তদের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময়ে আর্জেন্টিনার ভক্তরা শতাধিক মোটরসাইকেল, বিশাল পতাকা, ঢাকডোল ও বাদ্যযন্ত্রের তালে পুরো শহরের অলি-গলি মুখরিত করে তোলেন।

আজ শনিবার দুপুরে জেলা ঈদগাহ মাঠ থেকে আর্জেন্টিনার সমর্থনে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

আয়োজকরা জানালেন, ব্রাহ্মণবাড়িয়ার বেশিরভাগ মানুষই আর্জেন্টিনার সমর্থক। জেলায় মেসির ভক্তদের উপস্থিতি জানান দিতেই আজকের এই আয়োজন। মেসি যেহেতু ফুটবলের জাদুকর তাই বিশ্বকাপে আর্জেন্টিনা জয়লাভ করুক এটা সবার প্রত্যাশা। 

মেসির শেষ বিশ্বকাপ হিসাবে শিরোপা জয়ের মাধ্যমে কাতার বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাক এটা আর্জেন্টিনা সমর্থকদের আশা। 

অষ্টমবার বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচিত মেসির হাতেই বিশ্বকাপ শিরোপা উঠবে বলে মনে করছেন তার ভক্তরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি