ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

আলোকচিত্রী ফরহাদ হোসেন আর নেই

প্রকাশিত : ০৯:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

প্রবীণ আলোকচিত্রী ফরহাদ হোসেন আর নেই। তিনি শুক্রবার রাজধানীর রামপুরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

ফরহাদ হোসেন ১৯৪৮ সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। কর্মজীবনে দৈনিক সংবাদ, দৈনিক বার্তা, দৈনিক জনতা, দৈনিক রূপালী, নিউজ ডে-সহ বিভিন্ন গণমাধ্যমে আলোকচিত্রী হিসেবে কর্মরত ছিলেন তিনি।

২০১১ সালে দৈনিক নিউনেশনে কাজ করার সময় অফিসেই অসুস্থ হন তিনি। ওই বছর ২৬ জুন স্ট্রোকে আক্রান্ত হন ফরহাদ হোসেন। এর পর দীর্ঘ সাত বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় শয্যাশায়ী ছিলেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি