ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

আশুলিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সাভার প্রতিনিধি:

প্রকাশিত : ২২:০৬, ২২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

 

ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় হেলেনা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর নিহতের স্বামী মহিদুল হোসেন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার কলতাসুতী এলাকার জুলহাস বেপারীর মালিকানাধীন ভাড়াটিয়া বাড়ির একটি কক্ষ থেকে গৃহবধুর মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত হেলেনা আক্তার (২৮) সিরাগঞ্জের বাসিন্ধা ও তার স্বামী মহিদুল হোসেনের বাড়ি নিলফামারী জেলায়। তারা দু’জনই আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ করতো বলে জানান প্রতিবেশী ভাড়াটিয়ারা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, খবর পেয়ে কক্ষের বারান্ধা থেকে হেলেনা আক্তারের মৃতদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পালাতক থাকায় ধারনা করা হচ্ছে শ্বসরোধে স্ত্রীকে হত্যার পর সে পালিয়ে যায়। নিহতের স্বামীকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে ময়না তদন্তের ফলাফল পাওয়ার পরই গৃহবধুর মৃত্যুর কারন সম্পর্কে জানা যাবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি